Abar Jege Otho Lyrics (আবার জেগে ওঠো) জাগ্রত কবি মুহিব খান
আবার জেগে ওঠো – Abar Jege Otho Bengali Islamic Music.
Gojol Information>>
Song Name: Abar Jege Otho – আবার জেগে ওঠো
Singer, Lyrics & Tune: Kobi Muhib Khan – জাগ্রত কবি মুহিব খান
Artist- Muhib Khan (মুহিব খান)
Album- Notun ishtehar ashche (নতুন ইশতেহার আসছে)
আবার জেগে ওঠো গোজল লিরিক্স
এই ঢাকা হল মসজিদের শহর,
ঢোল তবলার নয়।
মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনি আজান হয়।
এই দেশ আলোকিত ঈমানী আলোয় মোমবাতি জেলে নয়।
সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এদেশের পরিচয়।
এই ঢাক ঢোল যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গির্জায় ,
এই বিজাতির রিতী রুখবেই জাতি যায় যাক যদি শির যায়।
আজ চেতনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত,
তাই প্রতিরোধ পথে জাগবেই জাতি থাকবে না বসে শান্ত।
এসো ঈমানের ডাকে এক হও সবে এক সাথে পথ ছুটি।
আজ নব্বই ভাগ মুসলমানের পবিত্র এই দেশে ,
দেখো মূর্তি পূজার চলছে মহরা ভাস্কর্যের ভেসে।
আজ মঙ্গল প্রদীপ তিলক ধোলক রাখে প্রতিমার স্পর্শে ।
দেখো সাম্প্রদায়ীক ছোবল লেগেছে বাংলার নববর্ষে,
আজ অশ্লীলতার চলছে তোফান জাতি ধ্বংসের জন্য
আর স্বার্থান্বেষী নারীবাদীরাই নারীকে করেছে পণ্য।
আজ মুক্তি যুদ্ধ নিয়ে বানিজ্য চলছে রাজনীতিতে,
আর আটঘাট বেধে নেমেছে মিডিয়া ইসলাম মুছে দিতে
আজ একটাই পথ লড়ার শপথ পথ নাই আর দুটো ।
জাগো জাগো আবার জেগে ওঠো।
আজ সংবিধানেও বদলে গিয়েছে বিছমিল্লাহর মানে,
আর পাঠ্যসূচিতে ধর্মহীনতা ঢুকে গেছে সবখানে,
ওরা স্রষ্টা বিধাতা প্রভু বলে বলে আল্লাহ দিয়েছে বাদ।
ওদের উদ্দ্বত্যের লক্ষ এবার রাসূল মোহাম্মদ (সা:)।
ওরা বিদেশি প্রভুর কৃতদাস হয়ে হুকুম তামিল করছে,
ওরা বিজাতির কাছে মাথা নত করে স্বজাতির সাথে লড়ছে ।
ওরা কোনো কিছুতেই হবে না সফল রবে না তাদের চিহ্ন,
ওরা দেশ থেকে হবে বিতাড়িত, হবে জাতি থেকে বিচ্ছিন্ন।
এসো ভেদাভেদ ভুলে আলোর মিছিলে সকল আধার টুট।
জাগো জাগো আবার জেগে ওঠো।
Abar Jege Otho Lyrics in Bngla
Comments