Iti Corona Virus Bengali Poem Lyrics (ইতি করোনা ভাইরাস) Mir


Poem Credit
Poem : Iti Corona Virus
Voice : Mir
Written by : Vivienne (Spain)
Transcript : Alokesh Mondal
Concept : Anilava Chatterjee
Editor : Sandip Kar
Coordinate : Utsha Hazra
Copyright to : Tolly Time
Production : Greymind Communication

Iti Corona Virus Bengali Poem Lyrics by Mir - Iti Corona Virus Bengali Poem Lyrics (ইতি করোনা ভাইরাস) Mir

পৃথিবী ফিসফিসিয়ে বলেছিলো
কিন্তু তোমরা শুনতে পাওনি,
পৃথিবী সশব্দে বলেছিলো
তবুও তোমরা কানে তোলোনি,
পৃথিবী চিৎকার করে বলেছিলো
কিন্তু পাত্তাই দাওনি তোমরা,
আর তাই আমার এই জন্ম।
আমি তোমাদের শাস্তি দিতে জন্মাইনি
আমি তোমাদের জাগাতে এসেছি,
সাহায্যের জন্য পৃথিবী চিৎকার করেছিল
প্রবল বন্যা তোমরা শুতে পাওনি,
জ্বলন্ত আগুনের শিখা না শোনোনি তোমরা
ভীষণ ঝড় তোমাদের কানে যায়নি,
দানবীয় ঘূর্ণি ঝড় তাও শোনোনি তোমরা।

তোমরা এখনও পৃথিবীর কথা শুনতে পাওনা
যখন দূষণের জন্য মারা যায় সামুদ্রিক মাছ
হিমবাহ গলে চরম গতিতে,
দুর্বিসহ খরা, না তোমরা শুনতে পাওনা।

কত কত খারাপ পৃথিবী বয়ে নিয়ে চলেছে
লাগাতার যুদ্ধ, সীমাহীন লোভ,
জীবনের সংগে তোমরা বয়ে নিয়ে চলেছিলে।
সেখানে যতই ঘৃণা জমে থাকুক না কেন
রোজ যতই মানুষ মারা যাক না কেন
পৃথিবী কি বলতে চাইছে
সেটা শোনার চেয়েও বেশি জরুরি ছিলো
লেটেস্ট iphone টা।

কিন্তু এখন আমি এসেগেছি
বিশ্বের ফাঁদেই বিশ্ব কে স্তব্ধ করে দিয়েছি,
তোমাকে শুনতে বাধ্য করেছি,
তোমাকে গৃহবন্দী থাকতে বাধ্য করেছি,
বহুমূল্য দ্রব্য ঝেড়ে ফেলতে বাধ্য করেছি,
এখন তোমরাও পৃথিবীর মতোই
এখন তোমাদের সামনে
শুধুই নিজের অস্তিত্ব রক্ষার লড়াই,
কি কেমন লাগছে?

আমি তোমাদের জ্বর দিচ্ছি
যেমন করে পৃথিবীর বুকে আগুন জ্বলে,
আমি তোমাদের শ্বাসকষ্ট দিচ্ছি
যেমন করে দূষণ ছড়িয়ে পড়ে পৃথিবীর বাতাসে,
আমি তোমাদের দুর্বল করে দিচ্ছি
যেমন করে পৃথিবীটা রোজ দুর্বল হয়ে পড়ে,
আমি তোমাদের যাবতীয় আরাম কেড়ে নিয়েছি
বন্ধ করে বাইরে যাওয়া,
এই জগৎ আর তার যন্ত্রনা কে ভুলে যাওয়া
তোমাদের অভ্যেস হয়ে পড়েছিল।

আজ আমি গোটা বিশ্ব কেই থমকে দিয়েছি
আর এখন চীনের বাতাস কত সুন্দর
পরিষ্কার নীল আকাশ,
কারণ পৃথিবীর আকাশে বিষ ছড়াচ্ছে না
কলকারখানার ধোঁয়া,
আজ ভেনিস এর জল কত স্বচ্ছ
কারণ দূষণ ছড়ানো গন্ডোলা নৌকা
এখন নেই।
এখন সময়,
নিজেকে নিজের সামনে দাঁড় করাও
বুঝে নাও তোমার জীবনে কোনটা প্রয়োজন।

আবারও বলছি,
আমি তোমাদের শাস্তি দিতে আসিনি
আমি এসেছি তোমাদের জাগাতে,
যখন সব ঠিক হয়ে যাবে
আমি যখন চলে যাবো
প্লিজ এই মুহূর্ত গুলো কে মনে করো,
পৃথিবীর কথা শুনো,
নিজের আত্মার কথা শুনো,
পৃথিবীকে দূষিত করা বন্ধ করো
একে অন্যের সঙ্গে লড়াই করা বন্ধ করো
বহুমূল্য জিনিসের কথা ভাবা বন্ধ করো
আর নিজের স্বজন প্রতিবেশীকে
ভালোবাসতে শেখো,
এই পৃথিবী আর তার প্রাণীদের
যত্ন নিতে শুরু করো,
সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো
কারণ, পরের বার আরও ভয়ঙ্কর রূপ নিয়ে
আমি আবারও ফিরে আসতে পারি,
      - ইতি, করোনা ভাইরাস 


Tag: বাংলা লিরিক্স, বাংলা গানের কথা,  হিন্দি গানের লিরিক্স, ফোক গানের লিরিক্স, বাংলা ছবির গানের লিরিক্স, বাংলা মুভির গানের লিরিক্স, পুরনো বাংলা গানের লিরিক্স, ক্লাসিক বাংলা গানের লিরিক্স, জনপ্রিয় বাংলা গানের লিরিক্স, আধুনিক বাংলা গানের লিরিক্স, বাংলা গানের লিরিক্স সম্ভার, বাংলা গানের লিরিক্স ক্যাপশন, পুরনো বাংলা গানের লিরিক্স, বাংলা বাউল গান লিরিক্স, সেরা বাংলা গানের লিরিক্স, বাংলা মুভির গানের লিরিক্স, রোমান্টিক গানের লিরিক্স, কলকাতা বাংলা গানের লিরিক্স, রোমান্টিক গান লেখা, প্রেমের গানের লাইন, প্রেমের গান লিরিক্স, ছায়াছবির গানের লিরিক, বাংলা মুভির গানের লিরিক্স, Bangla Movie song Lyrics, Bangladeshi songs list, Bengali song lyrics in English, Anupam roy songs lyrics in Bengali, Hindi song Lyrics in Bengali, A to Z bengali song Lyrics, Bangla Song lyrics Tahsan, Bangla Song Lyrics Imran, Bangla rap song lyrics, Bangla Folk Song Lyrics, Bangla song Lyrics, Bangla Lyrics, song lyrics, item song lyrics, Bangla song 2021, bangla popular song, Bangla sad song, bangla love song, happy new yerar caption, Kolkata Bangla Movie song lyrics, Kolkata song lyrics in English

Comments