Norbore Chakri(নড়বড়ে চাকরি) Song Lyrics – Tasrif khan
নড়বড়ে চাকরি - Tasrif khan | Norbore Chakri | Tanbhir Siddiki | Tasrif Khan
Norbore Chakri(নড়বড়ে চাকরি) Song Details
Song : Norbore Chakri
Singer : Tasrif khan
Music : Tasrif khan
Lyrics : Tasrif khan
Norbore Chakri(নড়বড়ে চাকরি) Song Lyrics
In Bangla Font – Tasrif khan
নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়!
কেমন করে রাখছি ধরে
যায় না বলা ভাষায়!🤫
বস বলেছে সেল না হলে
ফেল করা লোক নিয়ে
গঙ্গাজলে ভাসিয়ে দেবে
বিসর্জনে দিয়ে!😉
অফিস শেষে যদি আমি
বাসা বাসা করি!
আমার নামে মামলা দেবে
পুলিশ নেবে ধরি!! 🙄
বস বলেছে নিয়েম মেনে,
কাজের মানুষ হতে!
কে পি আই এ ১০০ দেবে
চল্লে উনার মতে!😋
চাইলে ছুটি আতাকে ওঠে
অবাক চেয়ে রয়!
যায়না বোঝা, মনে মনে
কত্ত কি যে কয়!
বস বলেছে ছুটি কিসের
এটাই কাজের টাইম
বিশ্রাম বা বাড়ির কাজে
ছুটি নেয়া ক্রাইম!
অফিস শেষে যদি আমি
বাসা বাসা করি!
আমার নামে মামলা দেবে
পুলিশ নেবে ধরি!! 🙄
বস বলেছে নিয়েম মেনে,
কাজের মানুষ হতে!
কে পি আই এ ১০০ দেবে
চল্লে উনার মতে!😋
নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়
কেমন করে রাখছি ধরে
যায়না বলা ভাষায়৷
বছর শেষে বোনাস দেবে
পাব অনেক টাকা!
সেই টাকাতে গাড়ি না পাই
কিনতে পাব, চাকা!🤓
চাকা গুলো জমিয়ে নিয়ে
চার টা চাকা হলে!
ঠ্যালা গাড়ি বানিয়ে নিয়ে🥴
গ্রামেই যাব চলে!
তার পড়ে আর ফিরব নারে
এই শহরের পথে!
এর চেয়ে ভাল বাদাম বেচা
গ্রামের রাস্তা ঘাটে !
মাটির একটা ঘর বানিয়ে
জরিনার সাথে নিয়ে
বাসবো ভালো খালি
বসের কথা পড়লে মনে
সকাল বিকেল সন্ধ্যা ক্ষণে
হাউয়াই দিব গালি।
নড়বড়ে খুব চাকরি....
নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়
কেমন করে রাখছি ধরে
যায়না বলা ভাষায়
Norbore Chakri(নড়বড়ে চাকরি) Song Lyrics
In English Font – Tasrif khan
Norbore khub chakri amar
ache jawa ashay
kemon kore rakhchi dhore
jay na bola vasay
boss boleche sell na hole
fel kora lok niye
gonga Jole vasiye debe
bisorjon diye
office seshe jodi ami basa basa kori
amar name mamla debe
police nebe dhori
boss boleche niyom mene
kajer manush hote
k p I e eksho debe
onar moto cholle
chaile chuti atake othe
obak cheye Roy
jay na bojha mone mone
koto ki j koy
boss boleche chuti kiser
etai kajer time
bisram ba barir kaje
chuti niya crime
norbore khub chakri amar
ache jawa ashay
kemon kore rakhchi dhore
jay na bola vasay
bochor seshe bonus debe
par onek taka
se takate gari na pay
kinte pabo chaka
chaka gulo jomiye niye
charta chaka hole
thela gari baniye niye
gramei jabo chole
tarpore ar firbo na re
ei sohorer pothe
er cheye valo badam becha
gramer rasta ghate
matir ekta ghor baniye
gorinar sathe niye
basbo valo khali
boss er kotha porle mone
sokal bikel sondha khone
hawyai dibo gali
norbore khub chakri
norbore khub chakri amar
ache jawa ashay
kemon kore rakhchi dhore
jai na bola vasay.
Bangla Song Lyrics In Bangla Font And English Font
Norbore Chakri(নড়বড়ে চাকরি) Song Lyrics – Tasrif khan is Latest Bengali song sung by Tasrif khan is Latest Bengali song written by Tanbhir Siddiki The music of this new song is given by
Norbore Chakri(নড়বড়ে চাকরি) Song Lyrics – Tasrif khan এই নতুন বাংলা গানটি গেয়েছেন Tasrif khan এই সুন্দর গানটি লিখেছেন Tanbhir Siddiki
এবং এই গানে সঙ্গীত দিয়েছেন Tasrif khan
Tag: বাংলা লিরিক্স, বাংলা গানের কথা, হিন্দি গানের লিরিক্স, ফোক গানের লিরিক্স, বাংলা ছবির গানের লিরিক্স, বাংলা মুভির গানের লিরিক্স, পুরনো বাংলা গানের লিরিক্স, ক্লাসিক বাংলা গানের লিরিক্স, জনপ্রিয় বাংলা গানের লিরিক্স, আধুনিক বাংলা গানের লিরিক্স, বাংলা গানের লিরিক্স সম্ভার, বাংলা গানের লিরিক্স ক্যাপশন, পুরনো বাংলা গানের লিরিক্স, বাংলা বাউল গান লিরিক্স, সেরা বাংলা গানের লিরিক্স, বাংলা মুভির গানের লিরিক্স, রোমান্টিক গানের লিরিক্স, কলকাতা বাংলা গানের লিরিক্স, রোমান্টিক গান লেখা, প্রেমের গানের লাইন, প্রেমের গান লিরিক্স, ছায়াছবির গানের লিরিক, বাংলা মুভির গানের লিরিক্স, Bangla Movie song Lyrics, Bangladeshi songs list, Bengali song lyrics in English, Anupam roy songs lyrics in Bengali, Hindi song Lyrics in Bengali, A to Z bengali song Lyrics, Bangla Song lyrics Tahsan, Bangla Song Lyrics Imran, Bangla rap song lyrics, Bangla Folk Song Lyrics, Bangla song Lyrics, Bangla Lyrics, song lyrics, item song lyrics, Bangla song 2021, bangla popular song, Bangla sad song, bangla love song, happy new yerar caption, Kolkata Bangla Movie song lyrics, Kolkata song lyrics in English
Comments